বৃষ্টি
বৃষ্টি নামে টাপুর টুপুর, মন হয় ভিজে, মনে পড়ে ছোটবেলার, সব মজার দিন যে। বৃষ্টির পানিতে ভাসে মনে, অনেক স্মৃতির ভেলা, কোথায় হারিয়ে গেল সেই, নিষ্পাপ বাল্যবেলা। বৃষ্টি থামে, স্নিগ্ধতা রয়ে, মনটা হয় ভেজা, প্রতিটি বৃষ্টির ফোঁটায়, আমার একটি গল্প লেখা।
বৃষ্টি নামে টাপুর টুপুর, মন হয় ভিজে, মনে পড়ে ছোটবেলার, সব মজার দিন যে। বৃষ্টির পানিতে ভাসে মনে, অনেক স্মৃতির ভেলা, কোথায় হারিয়ে গেল সেই, নিষ্পাপ বাল্যবেলা। বৃষ্টি থামে, স্নিগ্ধতা রয়ে, মনটা হয় ভেজা, প্রতিটি বৃষ্টির ফোঁটায়, আমার একটি গল্প লেখা।